উপনির্বাচনে লক্ষাধিক ভোটে এগিয়ে প্রিয়াংকা গান্ধী

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১২:১৬ পিএম

প্রিয়াংকা গান্ধী। ছবি : সংগৃহীত
মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের পাশাপাশি পশ্চিমবঙ্গসহ ১৫টি রাজ্যের ৪৮টি বিধানসভা এবং দু’টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলও ঘোষণা করা হবে শনিবার (২৩ নভেম্বর)।
এর মধ্যে রয়েছে কেরালায় রাহুল গান্ধীর ছেড়ে দেয়া ওয়েনাড়ে আসনটিও। উপনির্বাচনে বোন প্রিয়াংকাকে ছেড়ে দেন আসনটি। নির্বাচন শেষে শনিবার সকাল ৮টা থেকে শুরু হয় হয়েছে ভোট গণনা।
গণনার শুরু থেকেই ওই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধী প্রাথমিক ভাবে এগিয়ে আছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবধানও বাড়তে থাকে।
শনিবার বেলা ১১টা নাগাদ ওয়েনাড়ে ভোটের ব্যবধান এক লাখ পেরিয়ে গেলেন প্রিয়ঙ্কা গান্ধী। মাস ছয়েক আগে এই আসনে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বড় ভাই রাহুল গান্ধী।
তিনি আরেক আসন উত্তরপ্রদেশের রায়বরেলীতেও জয়লাভ করেছিলেন। রায়বরেলী রেখে ওয়েনাড় আসটি বোন প্রিয়ঙ্কাকে ছেড়ে দেন তিনি। সেখানেই উপনির্বাচনে লাখের ব্যবধান পেরিয়ে গেলেন প্রিয়ঙ্কা।
ভোটের লড়াইয়ে এটি তার অভিষেক। আগে কখনো তিনি কোনো নির্বাচনে প্রার্থী হননি। কিন্তু ভোট যুদ্ধে নেমেই বাজিমাত করলেন প্রিয়াংকা।
আরো পড়ুন : ভারত-বাংলাদেশ উচ্চপর্যায়ের বৈঠক ডিসেম্বরে