মুম্বাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০-৪০ গাড়িকে ধাক্কা বাসের, নিহত ৭, আহত ৪৯

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পিএম

ছবি : সংগৃহীত
মুম্বইয়ের কুরলা এলাকায় সোমবার রাতে একটি বড় দুর্ঘটনা ঘটে। প্রায় ৩০-৪০টি গাড়িতে ধাক্কা মেরে যাত্রিবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়। এরপর বাসটি একটি আবাসনের মূল ফটকে আঘাত করে থেমে যায়। দুর্ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ৪৯ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল পর্যন্ত দুর্ঘটনার হতাহতের সংখ্যা বাড়তে থাকে। নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে মহারাষ্ট্রের মহাজুটি সরকার। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
প্রাথমিক তদন্তে জানা গেছে যে, দুর্ঘটনার সময় বাসটির চালক সঞ্জয় মোরে মত্ত অবস্থায় ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার রাতে পুলিশ চালককে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালেই ফরেন্সিক বিশেষজ্ঞরা দুর্ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন এবং তদন্ত চলছে। বাসটির যান্ত্রিক ত্রুটির ব্যাপারেও খতিয়ে দেখা হচ্ছে।
এ দুর্ঘটনা মুম্বইয়ের বাসযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।