×

ভারত

বিদ্যুৎ বিক্রিতে বিশেষ ছাড় চায় আদানি, বাংলাদেশে বকেয়া নিয়ে অস্থিরতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম

বিদ্যুৎ বিক্রিতে বিশেষ ছাড় চায় আদানি, বাংলাদেশে বকেয়া নিয়ে অস্থিরতা

ছবি : সংগৃহীত

   

ভারতের শিল্প গোষ্ঠী আদানি গ্রুপ তাদের ঝাড়খণ্ডের গোড্ডা পাওয়ার প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ দেশটির বাজারে বিক্রির জন্য নরেন্দ্র মোদি সরকারের কাছে বিশেষ ছাড় চেয়েছে। আদানি পাওয়ার লিমিটেড, যাদের ২ বিলিয়ন ডলারের কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্র, দাবি করেছে যে বাংলাদেশের পক্ষ থেকে বকেয়া পরিশোধ না করার কারণে তারা আর্থিকভাবে সংকটে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন এ বিষয়ে একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আদানি পাওয়ার ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ডে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রের জন্য বিশেষ সুবিধা চেয়েছে। এই বিদ্যুৎকেন্দ্রের একমাত্র ক্রেতা বাংলাদেশ। তবে সম্প্রতি তারা যথাযথ বকেয়া পরিশোধ না করায় সমস্যায় পড়েছে কোম্পানিটি।

এখন আদানি পাওয়ার দাবি করছে, তাদের বিদ্যুৎকেন্দ্র চালানোর জন্য আমদানি করা কয়লার শুল্কমুক্ত সুবিধা বজায় রাখা প্রয়োজন। যদি এই সুবিধা না দেয়া হয়, তবে ভারতের অভ্যন্তরে বিদ্যুতের দাম অতি উচ্চ হয়ে যাবে। যার ফলে তা ভারতীয় বাজারে চড়া দামে বিক্রি করতে হবে। তবে এই বিষয়ে আদানি পাওয়ার কোনো মন্তব্য জানায়নি।

গোড্ডা পাওয়ার প্ল্যান্ট ও বাংলাদেশের বকেয়া পরিশোধ

আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় এক দশমাংশ সরবরাহ করে। সেপ্টেম্বরে, কোম্পানিটির বকেয়া পরিমাণ ছিল ৭৯০ মিলিয়ন ডলার। যদিও এর মধ্যে বাংলাদেশ কিছু পরিমাণ বকেয়া পরিশোধ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

এছাড়া ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় গত আগস্টে আদানিকে এই কেন্দ্র থেকে ভারতের অভ্যন্তরেও বিদ্যুৎ বিক্রির অনুমতি দিয়েছে। তবে গোড্ডা পাওয়ার প্ল্যান্টটি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত হওয়ায় এই বিদ্যুৎ বিক্রির ক্ষেত্রে আইনি বাধা সৃষ্টি হচ্ছে।

এরপর ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় যদি বিশেষ ছাড় না দেয়, তাহলে উৎপাদিত বিদ্যুৎকে আমদানি পণ্য হিসেবে গণ্য করা হবে এবং এর ওপর শুল্ক আরোপ করা হবে।

বিশেষ চুক্তি ও বিতর্ক

আদানির বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয়ের চুক্তি ২০১৭ সালের ৫ নভেম্বর স্বাক্ষরিত হয়েছিল, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে ছিলেন। ওই চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল, বাংলাদেশের জন্য কত পরিমাণ বিদ্যুৎ সরবরাহ হবে, তার দাম কেমন হবে এবং কী শর্তে এটি বাস্তবায়িত হবে। তবে, চুক্তির বিস্তারিত তথ্য তখন প্রকাশ করা হয়নি।

বছরখানেক পর, ২০২৩ সালের গোড়ার দিকে অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়াচডগ আদানি ওয়াচ ১৬৩ পৃষ্ঠার চুক্তির বিষয়ে একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করে, যা তুমুল বিতর্কের জন্ম দেয়। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির শর্তগুলো বাংলাদেশে বিদ্যুতের বাজারমূল্যের অন্তত পাঁচগুণ বেশি দামে আদানি থেকে বিদ্যুৎ কিনতে বাধ্য করবে বাংলাদেশকে।

একটি বেসরকারি গবেষণা প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ আগামী ২৫ বছরে আদানিকে ১১ বিলিয়ন ডলারেরও বেশি 'ক্যাপাসিটি চার্জ' দিচ্ছে, যা দিয়ে তারা তিনটি পদ্মা সেতু অথবা নয়টি কর্ণফুলী টানেল তৈরি করতে পারত। এই ‘পিপিএ’ চুক্তির মধ্যে রাখা ৫৫ বছরের লক ইন পিরিওড নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

এই চুক্তির কারণে বাংলাদেশ সরকার আদানিকে ২৫ বছর পর্যন্ত 'রাষ্ট্রীয় ও সার্বভৌম গ্যারান্টি' দিয়েছিল, যে তারা গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ পুরোপুরি কিনবে।

চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

অবশ্য, বাংলাদেশের বিদ্যুৎ বাজারে আদানির বিদ্যুৎ ব্যবহারের শর্তাবলী এবং চুক্তির শর্তগুলো নিয়ে বিতর্ক চলছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের জনগণের জন্য এই চুক্তি দীর্ঘমেয়াদে বড় চাপ হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন বিদ্যুৎ ব্যবহারের খরচ বৃদ্ধি পাবে। তবে আদানি গ্রুপের দাবি, চুক্তির শর্তগুলো তাদের ব্যবসায়িক অস্তিত্ব রক্ষা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই পরিস্থিতিতে ভারতের সরকার আদানির জন্য বিশেষ ছাড় দিলে, তারা তাদের উৎপাদিত বিদ্যুৎ ভারতের বাজারে বিক্রি করতে পারবে, যা বিদ্যুৎ খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App