×

ভারত

মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা, রাজনীতিতে তোলপাড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম

মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা, রাজনীতিতে তোলপাড়

ছবি : সংগৃহীত

   

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় একটি নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীর। তার এই ঘোষণার ফলে রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে।  

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর জানান, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ৬ ডিসেম্বর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে শিলান্যাস হবে নতুন বাবরি মসজিদের। এই মসজিদটি রাজ্যের ৩৪ শতাংশ মুসলিম জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে তৈরি হবে, বলেও জানান তিনি।  

তিনি আরো বলেন, এই মসজিদ নির্মাণে যে খরচ হবে, তা নিজের পকেট থেকে এক কোটি রুপি প্রদান করবেন। আমি ইসলাম ধর্ম মানি, আমার মসজিদ বানানোর অধিকার আছে। কে কী বলল, তাতে আমার কিছু যায় আসে না,– বলেন হুমায়ুন কবীর। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, যিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আছেন, তাকে প্রধান অতিথি হিসেবে সামনে রেখে মসজিদের শিলান্যাস অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, এবং এতে লক্ষাধিক মানুষের উপস্থিতি থাকবে বলে দাবি করেছেন বিধায়ক।  

এটি উদ্বোধন করা হবে ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে, যা ১৯৯২ সালের ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের পরিপ্রেক্ষিতে করা হচ্ছে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর, উত্তরপ্রদেশের অযোধ্যায় উগ্র হিন্দু করসেবকরা বাবরি মসজিদটি ধ্বংস করেছিলেন, যা বিশ্বব্যাপী আলোচনার সৃষ্টি করেছিল। মুর্শিদাবাদে এই নতুন মসজিদটি নির্মাণ করার মাধ্যমে ওই ঐতিহাসিক মসজিদের প্রতি শ্রদ্ধা জানানো হবে, এমনটাই বলেছেন হুমায়ুন কবীর। 

তিনি বলেন, একজন সংখ্যালঘু মানুষ হিসেবে তার এই উদ্যোগ। এবং এতে রাজনীতির কোনও সম্পর্ক নেই। 

তবে, বিধায়কের এই ঘোষণার পর তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের এই বিধায়কের মসজিদ নির্মাণের ঘোষণার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল নেতারা তীব্র সমালোচনা করেছেন। 

বিজেপি নেতা ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এই ধরনের ঘোষণা আসলে রাজনৈতিক স্বার্থে মুসলিম সম্প্রদায়ের মেরুকরণের চেষ্টা এবং তিনি দাবি করেন যে, তৃণমূল কংগ্রেস এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে আগুন নিয়ে খেলছে।  

কংগ্রেস নেতা অধীর চৌধুরীও এই ঘোষণাকে দায়িত্বজ্ঞানহীন এবং বিভেদমূলক হিসেবে আখ্যায়িত করেছেন।  

এদিকে, তৃণমূল কংগ্রেস বিধায়কের এই মসজিদ তৈরির ঘোষণার পর, হিন্দুত্ববাদী পক্ষ থেকে মুর্শিদাবাদে একাধিক রাম মন্দির নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে। বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ জানিয়েছেন, মুর্শিদাবাদে অযোধ্যার রাম মন্দিরের অনুকরণে একাধিক রাম মন্দির তৈরি করা হবে। তিনি জানান, ভরতপুর, রেজিনগর এবং সাগরদিঘীতে জমি ইতিমধ্যে পাওয়া গেছে এবং আগামী জানুয়ারিতে এই মন্দির নির্মাণের কাজ শুরু হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App