×

ভারত

ভারত-বাংলাদেশ ট্রেন সার্ভিস আর চালু হবে? ধোঁয়াশা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম

ভারত-বাংলাদেশ ট্রেন সার্ভিস আর চালু হবে? ধোঁয়াশা

বাংলাদেশ থেকে ভারতের মাটিতে ফিরল মিতালি এক্সপ্রেস

   

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেয়া হয় বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী, বন্ধন, মিতালী এক্সপ্রেস সার্ভিস। পাঁচ মাস বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে ভারতের মাটিতে ফিরেছে মিতালি এক্সপ্রেস। 

বাংলাদেশের ইঞ্জিন ট্রেনের বগিগুলোকে সীমান্ত পার করে ভারতে নিয়ে আসা হয়। হলদিবাড়ি স্টেশনে পৌঁছানোর পর সেই ইঞ্জিন ফিরে যায় বাংলাদেশে। এরপর হলদিবাড়ি থেকে ফাঁকা বগিগুলোকে ইঞ্জিনের সাহায্যে নিয়ে আসা হয় নিউ জলাপাইগুড়ি স্টেশনে।

এই প্রসঙ্গে হলদিবাড়ি স্টেশনের স্টেশন মাস্টার অমিত তেওয়ারি সংবাদ মাধ্যমকে জানান, ট্রেনের বগিগুলো এসেছে। ট্রেনের সব কামরাই অক্ষত রয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক প্রতিহিংসার প্রভাব পড়েনি কোনো বগিতে।

আরো পড়ুন: ভারতের কাছে কি শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে বাংলাদেশ? জানিয়ে দিলেন বিক্রম মিশ্রি

মিতালী এক্সপ্রেস ভারত-বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ট্রেন হিসেবে পরিচিত। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে ফিরে আসে এই ফাঁকা ট্রেনটি। গত ১৭ জুলাই ছিল মিতালী এক্সপ্রেসের শেষ যাত্রা, তারপর থেকেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ট্রেনটি আর চলাচল করেনি। বিশেষ করে, কট্টরপন্থী মৌলবাদীদের তাণ্ডব এবং বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে ট্রেনটি বন্ধ হয়ে যায়। তবে এবার, দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পর মিতালী এক্সপ্রেস আবার ভারতে ফিরে এসেছে, যা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মিতালি এক্সপ্রেসের রুট ছিল নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা স্টেশন পর্যন্ত।

জুলাইতে ঢাকায় সরকার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের বাস পরিষেবা কিছুদিন বন্ধ থাকার পর তা-ও সচল হয়েছে। কলকাতা বা দিল্লির সঙ্গে আকাশপথ পুনর্বহাল হয়েছে ঢাকা বিমানবন্দরের যোগযোগও। এমনকি ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার পূজার আগে ইলিশও পাঠিয়েছিল ভারতে। কিন্তু কোনো অজ্ঞাত কারণে দু'দেশের রেল যোগাযোগ পরিষেবা বন্ধ হয়ে যায়! 

১৯ জুলাই থেকে বন্ধ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস। ২০ জুলাই থেকে বন্ধ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস। বাংলাদেশ রেলওয়ের অনুরোধে জুলাই মাসে এই দুটি রুটে ট্রেন বন্ধ হয়েছিল। ফলে অসুবিধায় পড়েছেন দুই দেশের সাধারণ নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ। এদের কেউই চাইলেই বিমানে সফর করার সামর্থ্য রাখে না। এদিকে বাসযাত্রা রোগীদের ক্ষেত্রে কষ্টকর। ২১ নভেম্বরে এ বিষয়ে এসেছিল নতুন বিজ্ঞপ্তি। যাতে জানা গিয়েছিল, রেক ফিরলেই চলবে ট্রেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App