ভারতে কুকুর ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম

ছবি : সংগৃহীত
কর্ণাটকের রামনগর জেলার সাথনুর সড়কে রাস্তার কুকুরকে ধর্ষণ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া যুবকের নাম বাসাভা।
শনিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিকে এই অস্বাভাবিক কাজে লিপ্ত অবস্থায় দেখে তারা তাকে হাতে নাতে ধরেন। কুকুরটিকে তখন বাঁধা অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়রা অভিযুক্তকে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ চলছে। তবে, এখন পর্যন্ত ওই যুবকের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ বলেছে, তারা এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবে মামলা হিসেবে নেয়ার ভাবছে।
এ ঘটনার পর, পশুপ্রেমী সংগঠনগুলির মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে এবং এ ধরনের অমানবিক আচরণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবি করেছে।
এ ধরনের ঘটনা আগেও ঘটেছিল কর্ণাটকের চিক্কমাগালুরু জেলার জয়পুরা থানা এলাকায়। সেখানে এক যুবক মদ্যপ অবস্থায় রাস্তার কুকুরের সঙ্গে অশালীন আচরণ করেছিলেন। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ওই ভিডিওটি ভাইরাল হয়ে গেলে পুলিশ এফআইআর দায়ের করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।