×

ভারত

ভারতে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ: ওয়েইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ পিএম

ভারতে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ: ওয়েইসি

ছবি : সংগৃহীত

   

ভারতের মুসলিম সংগঠন আলহিন্দ মহাজোটের সভাপতি আসাদুদ্দিন ওয়েইসি, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। 

শনিবার (১৪ ডিসেম্বর) এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভারত সরকারকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মহম্মদ ইউনূস সরকারের সঙ্গে আলোচনা করা উচিত। তিনি আরো বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বলে ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর কারণ কী? এটা কখনোই গ্রহণযোগ্য নয়। 

এমন সময়, গত কয়েকদিন ধরেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনাগুলো সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি তথা হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ইস্যু সামনে নিয়ে আসছে এবং তারা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এই বিষয়টি প্রচারের চেষ্টা করছে। 

সম্প্রতি কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন অফিসের কাছে অভিযান, পেট্রাপোল ও ঘোষাডাঙ্গা সীমান্তে অবরোধ এবং কলকাতার রানি রাসমণি রোডে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিবাদ সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। এছাড়া, বাংলাদেশে আটক চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে বিজেপি বিভিন্ন জায়গায় আওয়াজ তুলেছে। বিজেপি-বিরোধীরা মনে করছেন, এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যে মেরুকরণের রাজনীতি তৈরি করতে চাইছে বিজেপি।

অন্যদিকে, আসাদুদ্দিন ওয়েইসি মনে করেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা একটি আন্তর্জাতিক বিষয়, এবং ভারতের সরকারের উচিত বাংলাদেশের সরকার সঙ্গে আলোচনা করে এর সমাধান বের করা। 

তিনি উল্লেখ করেন, এ ধরনের ঘটনা ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষের সৃষ্টি করছে, যা দেশটির সামাজিক সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। 

এখন প্রশ্ন উঠছে, ভারতের রাজনীতিতে এই ইস্যু কোনো দিকে মোড় নেবে এবং বিজেপির পক্ষ থেকে কতটা এই বিতর্কিত ইস্যু সামনে আনতে চলেছে। বিজেপি রাজ্যে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নিয়ে প্রচারণা চালানোর মাধ্যমে সমাজে মেরুকরণের রাজনীতি তৈরি করার পরিকল্পনা করছে, তবে ওয়েইসির মতো নেতারা তার বিরুদ্ধে সরব হচ্ছেন। 

ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতি যে এক অস্থির সময়ে রয়েছে, তা নিঃসন্দেহে স্পষ্ট।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App