কর্মীদের তোপের মুখে সভা ছাড়লেন অভিনেতা মিঠুন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম

ছবি : সংগৃহীত
টালিউডের আলোচিত অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি পর্দায় দাপটের সঙ্গে নিয়মিত অভিনয় করেন, পর্দার বাইরে রাজনীতির মাঠেও বেশ সক্রিয়। বর্তমানে বিজেপির সদস্য এবং দলটির বিভিন্ন সভা-সমাবেশে নিয়মিত বক্তব্য দেন। তবে, এবার তাকে রাজনীতির মাঠে আসতে গিয়ে তোপের মুখে পড়তে হলো।
সোমবার (২৩ ডিসেম্বর) ভারতের পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাঁচড়া এলাকায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। এই উপলক্ষে দলটি একটি সভার আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। সভার শুরুতে কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর পরিস্থিতি বিশৃঙ্খলায় পরিণত হয়। এ সময় মিঠুন মাইক হাতে নিয়ে উপস্থিত কর্মী-সমর্থকদের শান্ত হওয়ার অনুরোধ করেন।
তিনি বলেন, আমি চাইলে ভালো কোনো হোটেলে থাকতে পারতাম, কিন্তু আমি সব ছেড়ে এখানে এসেছি, কর্মীদের জন্য।
তবে, মিঠুনের শান্ত করার চেষ্টা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে না। বাধ্য হয়ে, তাকে সভা না করে সেখান থেকে বেরিয়ে যেতে হয়। এরপর, মিঠুন বর্ধমানে বিজেপির সদর কার্যালয়ে যান, তবে সেখানে পৌঁছাতেই তৃণমূলের কর্মী-সমর্থকরা আম্বেদকর ইস্যু নিয়ে স্লোগান দিতে শুরু করে। পাল্টা স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরাও। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের উপস্থিতি সত্ত্বেও কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। শেষ পর্যন্ত, অন্য রাস্তা দিয়ে মিঠুনকে কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার পর মিঠুন চক্রবর্তী দলের কর্মীদের মধ্যে বিরোধের কথা স্বীকার করেন। তিনি বলেন, দলের অনেক কর্মী এমন আছেন, যাদের দলের প্রতি ভালোবাসা নেই। তারা নিজের স্বার্থের জন্যই দলে যোগ দিয়েছেন, এ কারণেই দলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। যখন একজন কর্মীকে পদ দেয়া হয়, তখন অন্যজন তার ক্ষতি করার চেষ্টা করে।
এছাড়া, রাজ্যের বাইরে থেকে নেতা এনে রাজ্য বিজেপি পরিচালনা সম্পর্কে রাজনীতিবিদ দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে মিঠুন বলেন, তিনি একজন বড় নেতা। নিশ্চয়ই কিছু ভেবে তবেই এ কথা বলেছেন।" সদস্য সংগ্রহ অভিযান নিয়ে তিনি বলেন, এই অভিযানের মধ্যে যেটুকু কাজ চলছে, তা ভালভাবেই চলছে।
এভাবে, বিজেপির সদস্য সংগ্রহ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়া এবং মিঠুন চক্রবর্তীর ভূমিকা তার রাজনৈতিক জীবনের নতুন এক অধ্যায় হিসেবে সামনে এসেছে।