×

ভারত

বাংলাদেশে তৈরি পরিস্থিতির সুযোগ পশ্চিমবঙ্গে নেয়া যাবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম

বাংলাদেশে তৈরি পরিস্থিতির সুযোগ পশ্চিমবঙ্গে নেয়া যাবে না

ছবি : সংগৃহীত

   

পশ্চিমবঙ্গে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা কোনোভাবেই সফল হবে না বলে সাফ জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। রবিবার (২৯ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এই বিষয়ে আশ্বাস দেন তিনি।  

সম্প্রতি কলকাতার পার্ক স্ট্রিট থেকে এক সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। একইসঙ্গে ক্যানিং এলাকায় অভিযান চালিয়ে কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সিকে আটক করে কাশ্মীর পুলিশ। এছাড়া সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযানে একাধিক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এই ঘটনাগুলো রাজ্যজুড়ে মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।  

এ প্রসঙ্গে রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা সংবাদমাধ্যমের সামনে উপস্থিত হন। ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানান, বাংলাদেশি জঙ্গি ধরা পড়লেও সাধারণ মানুষের উদ্বেগের কোনো কারণ নেই। রাজ্যের মানুষ সম্পূর্ণ নিরাপদে আছেন।  

ডিজি রাজীব কুমার আরো বলেন, জঙ্গি দমনে পশ্চিমবঙ্গ পুলিশ সবসময় সক্রিয়। অতীতের রেকর্ড ভালো ছিল, এখনো ভালো রয়েছে এবং ভবিষ্যতেও এই রেকর্ড ধরে রাখা হবে। ওপার বাংলার অশান্ত পরিস্থিতি কাজে লাগিয়ে কেউ পশ্চিমবঙ্গে অস্থিতিশীলতা তৈরি করতে পারবে না। এমন চেষ্টাকারীদের কঠোর হাতে দমন করা হবে।  

সীমান্ত রক্ষায় বিএসএফের ভূমিকার ঘাটতি উল্লেখ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য, যার সীমান্ত তিনটি দেশের সঙ্গে সংযুক্ত। সীমান্ত পেরিয়ে যারা অনুপ্রবেশ করছে, তাদের আমরা গ্রেপ্তার করছি এবং আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। বিএসএফের দায়িত্বে ঘাটতি থাকলেও আমরা তৎপর আছি।  

এছাড়া বাংলাদেশ থেকে ভারতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য বাংলা ও ত্রিপুরাকে করিডর হিসেবে ব্যবহার করার সম্ভাবনা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান এমন যে, বাংলাদেশ থেকে কাশ্মীর বা পশ্চিম ভারতের অন্য কোথাও যেতে হলে এই রাজ্যের উপর দিয়েই যেতে হবে। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছি।  

রাজীব কুমার জানান, জাল পাসপোর্টের মাধ্যমে অনুপ্রবেশ ঠেকাতে আরো কার্যকর পদক্ষেপ নেয়া হবে। রাজ্য পুলিশের ওপর ভরসা রাখতে তিনি রাজ্যের মানুষকে আহ্বান জানান।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App