ভারত সফরে মার্কিন উপদেষ্টা, বাংলাদেশের সঙ্গে বন্দি মৎস্যজীবী বিনিময়ে কূটনীতি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:০২ পিএম

ছবি : সংগৃহীত
দুদিনের সফরে আজ ভারতে আসছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। এই সফরে তার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন দায়িত্ব নেয়ার প্রাক্কালে, জো বাইডেন প্রশাসনের এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সপ্তাহ দুই পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জো বাইডেনের প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টার এটিই সম্ভবত শেষ ভারত সফর হতে চলেছে। সে ক্ষেত্রে এই সফরে ভারত-আমেরিকার দ্বিপক্ষীয় সম্পর্কের কোন কোন বিষয়ে আলোচনা হয়, সে দিকে নজর থাকবে এই সফরকালে।
সূত্রের খবর, প্রতিরক্ষা, মহাকাশ এবং প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে তাদের বৈঠকে। পাশাপাশি, বৈঠকে গুরুত্ব দেয়া হবে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তার ওপরেও। আইআইটি দিল্লিতেও একটি আলোচনাসভায় যোগ দেয়ার কথা রয়েছে সালিভানের। ঘটনাচক্রে, কিছু দিন আগেই আমেরিকা সফর সেরে ফিরেছেন জয়শঙ্কর।
ভারত-বাংলাদেশের মৎস্যজীবী বিনিময়
বঙ্গোপসাগরের জলসীমায় বন্দি হওয়া মৎস্যজীবীদের বিনিময়ের অংশ হিসেবে আজ বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন ৯৫ জন মৎস্যজীবী। একই সঙ্গে, ভারতও ফেরত পাঠাবে ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। এই প্রক্রিয়া দুই দেশের উপকূলরক্ষী বাহিনী তত্ত্বাবধান করবে। গোটা প্রক্রিয়াটির ওপরে নজর রাখবে ভারত এবং বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। প্রায় আড়াই মাস আগে বাংলাদেশের জলসীমার ভিতরে ঢুকে পড়ায় কাকদ্বীপের ৬টি ট্রলার আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। ওই ট্রলারগুলোতে ছিলেন ৯৫ জন মৎস্যজীবী। তাদের গ্রেপ্তার করা হয়। এবার তাদের ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সে দেশের অন্তর্বর্তী সরকার। ফেরানো হবে ট্রলারগুলোও।
বাংলাদেশে গ্রেপ্তার হওয়া ভারতীয় মৎস্যজীবীদের অধিকাংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা। কারো বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে, কারো বাড়ি নামখানায়। কাকদ্বীপের মৎস্যজীবীদের বাংলাদেশে গ্রেপ্তার হওয়ার বিষয়টি জানার পরেই তাদের ভারতে ফিরিয়ে আনার বিষয়ে তৎপর হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে কেন্দ্রীয় সরকারেরও দৃষ্টি আকর্ষণ করা হয়। অবশেষে আজ দেশে ফিরবেন বাংলাদেশে আটকে পড়া ৯৫ জন মৎস্যজীবী। একই সঙ্গে ভারত থেকেও ৯০ বাংলাদেশি মৎস্যজীবীকে সে দেশে ফেরত পাঠানো হবে।