×

ভারত

কলকাতায় বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি, জানা গেল কারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:১৫ পিএম

কলকাতায় বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি, জানা গেল কারণ

ছবি : সংগৃহীত

   

মালয়েশিয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মালোন্দ এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর ওডি-১৬২) একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাতের এ ঘটনায় প্রায় ২২০ জন বাংলাদেশি যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

ঘটনার সূত্রপাত কুয়ালালামপুর বিমানবন্দরে। ফ্লাইটটি রাত ১০টায় ছাড়ার কথা থাকলেও সেখানে প্রায় এক ঘণ্টা দেরি হয়। সঠিক সময়ে যাত্রা করলে ফ্লাইটটি সোমবার ভোর ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানটি কলকাতায় অবতরণ করতে বাধ্য হয়।

পানি-খাবারের অভাব, নেই কোনো আশ্বাস

ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত যাত্রীদের বিমানের ভেতরে অপেক্ষা করতে হয়। পরে তাদের বিমানবন্দরের অপেক্ষালয়ে স্থানান্তর করা হয়। যাত্রীদের অভিযোগ, প্রথমদিকে এক বোতল পানিও সরবরাহ করা হয়নি। দুপুরে খাবার সরবরাহ করা হলেও তা ছিল অপ্রতুল।

বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীদের মধ্যে নারী, শিশু এবং গুরুতর অসুস্থ কয়েকজন ব্যক্তি রয়েছেন। বিশেষ করে পাঁচজন মুমূর্ষু রোগীর দ্রুত চিকিৎসার প্রয়োজন হলেও তা নিশ্চিত করা হয়নি।

১৫ ঘণ্টা পার হলেও মালোন্দ এয়ারলাইন্সের পক্ষ থেকে আটকে পড়া যাত্রীদের ঢাকায় ফেরানোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য বা পদক্ষেপ নেয়া হয়নি। যাত্রীদের দাবি, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরাও এই বিষয়ে কোনো পরিষ্কার উত্তর দিতে পারছেন না।

একজন যাত্রী রিয়াজ ফাহাদী জানান, এমন পরিস্থিতিতে তারা ভীষণ হতাশ এবং উদ্বিগ্ন। আরেক যাত্রী বলেছেন, আগামীকাল সকালে আমার পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু এখনো নিশ্চিত নই, কখন দেশে ফিরতে পারব।

কর্তৃপক্ষের ভূমিকা ও দায়িত্ব

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘটনায় দুঃখ প্রকাশ করলেও বিষয়টি মালোন্দ এয়ারলাইন্সের দায়িত্ব বলে উল্লেখ করেছে। তবে মালোন্দ এয়ারলাইন্সের ভারতের আবাসিক অফিস এবং কুয়ালালামপুর অফিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

যাত্রীদের প্রত্যাশা

এত দীর্ঘ সময় আটকে থাকার পরও যাত্রীদের ঢাকায় ফেরানোর বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি। এই অবস্থায় নারী, শিশু এবং অসুস্থ যাত্রীদের অবস্থা আরও সংকটময় হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে এবং যাত্রীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনবে, এমনটাই আশা করছেন আটকে পড়া যাত্রীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App