×

ভারত

হঠাৎ ফুসফুসের সংক্রমণ বাড়ছে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১০:০৯ এএম

হঠাৎ ফুসফুসের সংক্রমণ বাড়ছে?

চীনে হঠাৎ এইচএমপিভি সংক্রমণ ছড়ানোর ঘটনায় ভারতীয়দের একাংশের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ছবি : সংগৃহীত

   

চীন থেকে ছড়ানো এইচএমপিভি ভাইরাস নিয়ে হঠাৎ উদ্বেগ বাড়ছে। ভাইরাসটিতে এবার প্রতিবেশী দেশ ভারতে নয়জন আক্রান্ত হয়েছেন। এর পর থেকেই উদ্বেগ—ফুসফুসের সংক্রমণ ও ইনফ্লুয়েঞ্জার মতো রোগ কতটা বেড়েছে? 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত ডিসেম্বরে ৭১৪ জনের এইচএমপিভি পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ১.৩ শতাংশের শরীরে ওই ভাইরাস ধরা পড়েছে। ডিসেম্বর এইচএমপিভি সংক্রমিত নয়জনের মধ্যে চার জন ছিলেন পুদুচেরির, দুজন ওড়িশার এবং ত্রিপুরা, উত্তরপ্রদেশ, দিল্লি থেকে এক জন করে। তারা প্রত্যেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

এদিকে চীনে হঠাৎ এইচএমপিভি সংক্রমণ ছড়ানোর ঘটনায় ভারতীয়দের একাংশের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। অনেকেই এইচএমপিভির সঙ্গে করোনা ভাইরাসের তুলনাও টানছিলেন। যদিও ভারতের কেন্দ্রীয় চিকিৎসা সংগঠন আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ) প্রথম থেকেই বলে আসছে, ‘এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। তাছাড়া ওই ভাইরাসে ভারতে নতুনও নয়। ২০০১ সালে প্রথম শনাক্ত হয়েছিল ওই ভাইরাস। তার অস্তিত্ব অনেক আগে থেকেই ভারতসহ বহু দেশে ছিল।’

আরো পড়ুন : এবার ভারতে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত দুই শিশু

কিন্তু তার পরেও গত কয়েক দিনে ভারতের তিনটি শিশুর শরীরে এইচএমপিভি সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ বাড়তে শুরু করে। আইডিএসপি অবশ্য জানিয়েছে, দেশে এইচএমপিভি সংক্রমণের যে পরিসংখ্যান পাওয়া গেছে, তা একেবারেই অস্বাভাবিক নয়।

হিউম্যান মেটানিউমো ভাইরাসের (এইচএমপিভি) সংক্রমণ নিয়ে ভারতের সব কটি রাজ্যকে নজরদারি বৃদ্ধির পরামর্শ দেয়া হয়েছে। বিশেষভাবে খেয়াল রাখতে বলা ঘয়, ফুসফুসের সংক্রমণজনিত অসুস্থতা বা ইনফ্লুয়েঞ্জার হার বাড়ছে কি না।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App