×

ভারত

শার্ট ছাড়া ছাত্রীদের বাড়ি পাঠালেন অধ্যক্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম

শার্ট ছাড়া ছাত্রীদের বাড়ি পাঠালেন অধ্যক্ষ

ছবি : সংগৃহীত

   

ভারতের ঝাড়খণ্ডের দিগওয়াড়ি এলাকার একটি বেসরকারি স্কুলে ছাত্রীদের শার্ট খুলে কেবল ব্লেজার পরিয়ে বাড়ি পাঠানোর অভিযোগ উঠেছে। দশম শ্রেণির পরীক্ষার সমাপ্তি উদযাপনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।  

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত শুক্রবার স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষার সমাপ্তি উপলক্ষে ‘পেন ডে’ উদযাপন করছিল। এই উদযাপনে তারা একে অপরের শার্টে বিভিন্ন বার্তা লিখছিলেন। কিন্তু এ দৃশ্য দেখে চটে যান স্কুলের অধ্যক্ষ।  

অভিযোগে বলা হয়, শিক্ষার্থীরা দুঃখ প্রকাশ করলেও অধ্যক্ষ তাদের শার্ট খুলে ফেলতে বাধ্য করেন। পরবর্তীতে সব শিক্ষার্থীকে শার্ট ছাড়া কেবল ব্লেজার পরা অবস্থায় বাড়ি পাঠানো হয়।  

অভিভাবকরা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং জেলা প্রশাসক (ডিসি) মাধবী মিশ্রের কাছে অভিযোগ জমা দিয়েছেন।  

ডিসি মাধবী মিশ্র শনিবার সাংবাদিকদের জানান, অধ্যক্ষের বিরুদ্ধে অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ এসেছে। আমরা ইতোমধ্যে ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।  

ঘটনা তদন্তে একটি চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একজন উপবিভাগীয় ম্যাজিসস্ট্র্যাট, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা সমাজসেবা কর্মকর্তা এবং উপবিভাগীয় পদমর্যাদার পুলিশ কর্মকর্তা রয়েছেন।  

ডিসি আরো জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।  

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের এমন আচরণকে অমানবিক এবং অবমাননাকর বলে দাবি করেছেন। তবে স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App