কলকাতায় চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার রায় আজ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮ এএম

চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার রায় আজ
পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার আদালত আজ শনিবার (১৮ জানুয়ারি) রায় দেবে।
এ মামলায় মোট ৫০ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। শুনানি শেষে এ মাসের ৯ তারিখ বিচারক ১৮ জানুয়ারি রায় ঘোষণার তারিখ ঘোষণা করেন। খবর আনন্দবাজার পত্রিকার।
রায় ঘোষণাকে কেন্দ্র করে শিয়ালদহের আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। গত বছর অগাস্টে কলকাতায় ওই চিকিৎসকতে ধর্ষণ ও খুনের ঘটনা পুরো ভারতকে স্তম্ভিত করে দিয়েছিল।
ঘটনার বিচার চেয়ে চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্দোলনে পশ্চিমবঙ্গ বেশ কয়েক মাস ছিল উত্তাল।
ভারতীয় গণমাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চিকিৎসক ৮ অগাস্ট পর্যন্ত টানা ৩৬ ঘণ্টার ডিউটিতে ছিলেন, ওইদিন রাতে সহকর্মীদের সঙ্গে খাবার খেয়ে তিনি পালমোনোলজি বিভাগের সেমিনার হলে বিশ্রাম নিতে যান।
পরদিন সকালে তার জুনিয়র সহকর্মীরা সেই হলের ভেতরেই তার অর্ধনগ্ন মরদেহ পড়ে থাকতে দেখেন।
নিহত তরুণীর পরিবার জানায়, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তাদের প্রথমে জানিয়েছিল তাদের মেয়ে ‘আত্মহত্যা’ করেছে।
পরে অবশ্য তীব্র ক্ষোভের মুখে পুলিশ এই ঘটনায় খুন ও ধর্ষণের মামলা দায়ের করে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই সঞ্জয় নামের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব গ্রহণ করে সিবিআই।
পরে ওই সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত দেখিয়ে আদালতে চার্জশিট দেয় সিবিআই। সেই চার্জশিটের ভিত্তিতে মামলার বিচার প্রক্রিয়া শুরু হয় গত বছরের ১১ নভেম্বর।