×

ভারত

ছত্তিশগড়ে সেনাবাহিনীর অভিযানে ৩১ জন মাওবাদী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৯ পিএম

ছত্তিশগড়ে সেনাবাহিনীর অভিযানে ৩১ জন মাওবাদী নিহত

বন্দুকযুদ্ধের সময় দুইজন পুলিশ সদস্যও নিহত হয়েছে। ছবি : সংগৃহীত

   

ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে সেনাবাহিনীর অভিযানে অন্তত ৩১ জন মাওবাদী নিহত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) এ বন্দুকযুদ্ধের সময় দুইজন পুলিশ সদস্যও নিহত হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, এটি চলতি বছরে সবচেয়ে বড় অভিযান। খবর আল জাজিরার। 

প্রতিবেদনে বলা হয়েছে, ছত্তিশগড় রাজ্যের ইন্দ্রবতী এলাকার জঙ্গলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শত শত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। রাজ্যের পুলিশ পরিদর্শক জেনারেল পাত্তিলিঙ্গাম সুন্দাররাজ জানান, সেখানে অসংখ্য বিদ্রোহী জমায়েত হয়েছে, এমন তথ্য পেয়ে তারা এই অভিযানে যান। 

আরো পড়ুন : মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহের পদত্যাগ

সুন্দাররাজ বলছেন, পুলিশ ও সেনারা তল্লাশি অভিযান চালানোর সময় জঙ্গলে সংঘাত দেখা হয়। এতে অন্তত ৩১ জন বিচ্ছিন্নতাবাদী ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। অপর দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। 

তিনি জানান, ওই এলাকায় এখনো তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে এবং যোদ্ধারা স্বয়ংক্রিয় রাইফেলসহ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছেন।

তবে এ ঘটনায় মাওবাদী বিদ্রোহীদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি আসেনি।

দেশটির পুলিশের পরিদর্শক জিতেন্দ্র যাদব জানান, রবিবারের এই ঘটনাটিই এ বছরের সবচেয়ে বড় সংঘর্ষ এবং এক মাসের ব্যবধানে ছত্তিশগড়ে দ্বিতীয়, বড় আকারের সংঘাতের ঘটনা।

১৯৬৭ সাল থেকে ভারতীয় সেনারা দেশটির মধ্য ও উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App