‘কোন গ্রহে বাস করেন!’: নির্মলাকে প্রিয়ঙ্কা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৩ এএম

বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘দুর্নীতি এবং অনুন্নয়নের’ অভিযোগ তুলেছিলেন তিনি। ছবি : সংগৃহীত
ভারতের লোকসভায় বাজেট বিতর্কে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে কটাক্ষ করলেন কংগ্রেস এমপি প্রিয়ঙ্কা গান্ধী।
কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে নির্মলার দাবির জবাবে প্রিয়ঙ্কার সুরেই নির্মলাকে নিশানা করেছে তৃণমূলও।
অর্থনীতি নিয়ে নির্মলার দাবিকে খোঁচা দিয়ে প্রিয়ঙ্কা বলেন, ‘উনি বলছেন কোনো মুদ্রাস্ফীতি নেই, বেকারত্ব বাড়েনি এবং মূল্যবৃদ্ধি নেই। আমি জানি না উনি কোন গ্রহে বাস করেন।’
অন্য দিকে, তৃণমূলের এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘উনি (নির্মলা) নিশ্চয়ই পাথরের নীচে থাকেন, তাই দাবি করছেন, বাংলায় কোনো চাকরি নেই, কারখানা নেই এবং কোনো দূরদৃষ্টি নেই।’
আরো পড়ুন : ফ্রান্সে পাত্তা পেলেন না মোদি
‘তৃণমূল এখন বাংলাজুড়ে শোষণ আর লুটের প্রতীক’! সংসদে বাজেট বিতর্কে বললেন অর্থমন্ত্রী নির্মলা।
বাজেট বিতর্কে মঙ্গলবার নির্মলা লোকসভায় দাবি করেছিলেন, ধাক্কা কাটিয়ে উঠে ভারতীয় অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ‘সাফল্যের’ প্রসঙ্গও উঠে এসেছিল তার বক্তৃতায়।
অন্য দিকে, বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘দুর্নীতি এবং অনুন্নয়নের’ অভিযোগ তুলেছিলেন তিনি।