অবশেষে ডব্লিউএইচও’র অনুমোদন পেল ভারতের কোভ্যাক্সিন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০৭:৫৩ পিএম

কোভ্যাক্সিন / ছবি : সংগৃহীত
দীর্ঘ অপেক্ষার পর ভারতে বায়োটেকের কোভ্যাক্সিনের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর মাধ্যমে এখন থেকে এ টিকাগ্রহীতারা অনেক সুবিধা পাবেন।
বুধবার (৩ নভেম্বর) কোভ্যাক্সিনকে জরুরি কাজে ব্যবহারযোগ্য টিকা হিসেবে অনুমোদন দেয় ডব্লিউএইচও। এতে অগণিত শিক্ষার্থীসহ টিকা নেওয়া কোটি কোটি ভারতীয় এবার বিভিন্ন দেশে প্রবেশের অনুমতি পাবেন। খবর এনডিটিভির।
ডব্লিউএইচও’র অনুমোদনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে ভারতের কোভ্যাক্সিনকে। নিজেদের তৈরি এ টিকার অনুমোদনের জন্য গত এপ্রিলে আবেদন করেছিল ভারত বায়োটেক। চলতি বছরের জুলাইয়ে পাঠানো হয় টিকার সুরক্ষা, কার্যকারিতা, উৎপাদনস্থল পরীক্ষাসহ প্রয়োজনীয় তথ্যগুলো।