৫৮০ বছর পরে হতে চলেছে এই চন্দ্রগ্রহণ!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ০৯:৩৬ এএম

প্রতীকি ছবি
আগামী শুক্রবার (১৯ নভেম্বর) হতে যাচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ। যা ৫৮০ বছরে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ হতে চলেছে। উত্তর ও দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং উত্তর-পূর্ব ভারতের একাংশ থেকে সে চন্দ্রগ্রহণ দেখা যাবে।
এ চন্দ্রগ্রহণ বাংলাদেশ সময় দুপুর একটা ১৮ মিনিটে শুরু হয়ে শেষ হবে বিকেল চারটা ৪৭ মিনিটে। খবর পিটিআই ও হিন্দুস্তান টাইমসের।
সব মিলিয়ে তিন ঘণ্টা ২৮ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত গ্রহণ চলবে। বিজ্ঞানীরা যাকে ৫৮০ বছরে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ হিসেবে বিবেচনা করছেন।
জানা গেছে, সর্বশেষ ১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি সুদীর্ঘ সময়ের আংশিক চন্দ্রগ্রহণ দেখা গেছিল। এরপর আবার এ দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি। অর্থাৎ আবার এমন চন্দ্রগ্রহণের জন্য আমাদের অপেক্ষা করতে হবে ৬৫০ বছর।