নারকেল ফাটল না, ফেটে গেল রাস্তা!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ১১:১৪ এএম

প্রতীকি ছবি

ভারতের উত্তর প্রদেশের ফেটে যাওয়া রাস্তা। ছবি : সংগৃহীত
কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে রাস্তা। সেই রাস্তা উদ্বোধনের দিনই ঘটেছে বিপত্তি। হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী নারকেল ফাটিয়ে উদ্বোধনের উদ্যোগ নেয়া হয়। কিন্তু নারকেল ফাটাতে গিয়ে রাস্তার হাল একেবারেই খারাপ হয়ে গেল। এলাকাবাসী বলছেন, নারকেল অক্ষত থাকলেও ফেটেছে নবনির্মিত রাস্তা।
[caption id="attachment_322119" align="aligncenter" width="700"]
ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের বিজনৌর জেলায় এক কোটি ১৬ লাখ রুপি খরচ করে সাড়ে সাত কিলোমিটার রাস্তা উদ্বোধনের সময় ঘটেছে। নারকেল ফাটিয়ে সেই রাস্তা উদ্বোধন করেছেন দেশটির স্থানীয় সাংসদ সূচি মৌসম চৌধুরী। খবর সংবাদ প্রতিদিনের।
এর ফলে ভীষণ ক্ষেপে যান এ সাংসদ। রাস্তায়ই তিন ঘণ্টা অপেক্ষা করেন তিনি। কর্মকর্তাদের ডেকে রাস্তার নমুনা সংগ্রহ করে তদন্তের নির্দেশ দিয়ে তারপরেই ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও করেন তিনি।