যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডো, নিহত ৫০

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ০৫:৪৫ পিএম

যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে টর্নেডোতে ক্ষতিগ্রস্ত আমাজনের গুদাম ঘরে দমকল বাহিনীর উদ্ধার তৎপরতা। ছবি: বিবিসি
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানে এ ঘূর্নিঝড়। শনিবার (১১ ডিসেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানোনো হয়।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, এ রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ টর্নেডো এটি। এতে শতাধিক মানুষের মৃত্যু হতে পারে।
টর্নেডোটি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হেনেছে। ইলিনয়ে অ্যামাজনের একটি গুদামে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েছে।
ক্রেগহেড কাউন্টির বিচারক মারভিন ডে বার্তা সংস্থা এপিকে জানান, টর্নেডোর আরকানসাসের একটি নার্সিং হোম আংশিকভাবে ভেঙে পড়ায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অন্তত ২০ জন মানুষ। টর্নেডো আঘাত হানায় বেশ কয়েকজন ওই ভবনের বেজমেন্টে আশ্রয় নিয়েছিলেন।
হপকিন্স কাউন্টিতে প্রচণ্ড বাতাসে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।
টর্নেডো আঘাত হানার পর কেন্টাকিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।