করোনায় আক্রান্ত সুইডেনের প্রধানমন্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ০৯:২৫ এএম

সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন
সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর মুখপাত্রের সূত্র উল্লেখ করে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো ও বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) এবং সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম সিএনএ এ খবর জানিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ৫৪ বছর বয়সী ম্যাগডালেনা অ্যান্ডারসন দেশটির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির প্রধান। দলটির আরও কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে চলতি মাসেই করোনায় আক্রান্ত হন সুইডেনের রাজা, রানী ও যুবরাজ।
প্রধানমন্ত্রী আন্ডারসনের মুখপাত্র জানান, চিকিৎসকদের নির্দেশনা মেনে চলছেন তিনি। তবে আইসোলেশনে থেকেই দায়িত্ব পালন করবেন তিনি। এখন পুরোপুরি সুস্থ আছেন।