ফেব্রুয়ারি থেকে কোয়ারেন্টাইন ছাড়াই করা যাবে থাইল্যান্ডে ভ্রমণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১০:৩৪ এএম

প্রতীকী ছবি
আগামী ফেব্রুয়ারি থেকে কোয়ারেন্টাইন ছাড়াই থাইল্যান্ডে ভ্রমণ করা যাবে। যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন তাদের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে।
রবিবার (২৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর নিশ্চিত করে।
গত ডিসেম্বর বিশ্বব্যাপী করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ায় পর্যটকদের ক্ষেত্রে ভিসা-ফ্রি কোয়ারেন্টাইন পলিসি প্রত্যাহার করা হয়।
পরবর্তীতে ঘোষণা করা হয়, এপ্রিলের শুরু থেকে পর্যটকদের ৯ মার্কিন ডলার প্রবেশ ফি দিলে থাইল্যান্ডে প্রবেশ করা যাবে। তবে এর এক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।
থাইল্যান্ডের অর্থনীতিতে পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। করোনা ও ওমিক্রন পরিস্থিতিতে এ খাতে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।