বাংলাদেশ থেকে হিন্দু উৎখাত নিয়ে কেন ছবি তৈরি হয়নি: তসলিমা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ১১:৫৫ এএম

বিতর্কিত ও নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন


‘দ্য কাশ্মির ফাইলস’ ছবি নিয়ে বেশ তোলপাড় হয়েছে ভারত। আর এ ছবি দেখে বিতর্কিত ও নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রতিক্রিয়া জানান, ‘দ্য কাশ্মির ফাইলস’ সিনেমা যদি একশো ভাগ সত্য হয় তাহলে এটা খুবই দুঃখজনক। আমি বুঝতে পারি না, বাংলাদেশ থেকে বাঙালি হিন্দু উৎখাত নিয়ে কোনো ছবি এখনও কেন তৈরি হয়নি। কাশ্মিরী পণ্ডিতদের কাশ্মিরে বসবাসের অধিকার অবিলম্বে ফিরিয়ে দেয়া উচিৎ। খবর জি নিউজের।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইটে ‘দ্য কাশ্মির ফাইলস’ ছবির প্রশংসা করেছেন। সেই সঙ্গে বলিউড তারকাদের অনেকেই সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন।
ইতোমধ্যেই ‘দ্য কাশ্মির ফাইলস’ নিয়ে ছবিপ্রেমীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। কেউ এ ছবি দেখে আপ্লুত, আবার কেউ একে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রচারমূলক ছবি বলে কটাক্ষ করছেন। তবে ছবিসংশ্লিষ্টরা মনে করছেন, ছবিটি কেমন হয়েছে তার বিচারের ভার রয়েছে দর্শকের কাঁধে। মুক্তির ৭ দিনের মাথায় সিনেমাটি বক্স অফিসে আয় করেছে একশো কোটি রুপি। আইএমডিবি রেটিং- ৮.৩/১০।