প্রেসিডেন্টের বাসভবনে হামলাচেষ্টা, কলম্বোতে কারফিউ ঘোষণা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ০৮:৩৫ এএম

বৃহস্পতিবার সন্ধ্যায় কলম্বোতে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট রাজাপাকসের বাসভবনের সামনে গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে কারফিউ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্টের বাসভবনের কাছাকাছি এলাকায় জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে রাতেই কারফিউয়ের ঘোষণা দেয় পুলিশ। খবর আল জাজিরার।
পুলিশের মহাপরিদর্শক সিডি বিক্রমরত্নে বলেন, কলম্বোর বেশিরভাগ জেলায় ‘পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত’ কারফিউ অব্যাহত থাকবে।
[caption id="attachment_342791" align="aligncenter" width="700"]
ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি টানা ১৩ ঘণ্টা ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় শ্রীলঙ্কার মানুষ সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠে। এদিন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনের বাইরে একদল বিক্ষোভকারী জড়ো হয়। তারা রাজাপাকসের বাসভবন ঘেরাওয়ের চেষ্টা চালায়। এক পর্যায়ে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে কারফিউ জারির ঘোষণা দেয়া হয়। তবে বিক্ষোভের সময় রাজাপাকসে তার বাসভবনে ছিলেন কিনা সেটি স্পষ্ট নয়। পুলিশ এ বিষয়ে কিছু জানায়নি।