
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ১০:২৬ এএম
আরো পড়ুন
খারকিভে চারদিনে ১৮ ইউক্রেনীয় নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ১০:৫৪ এএম

প্রতীকী ছবি
ইউক্রেনের খারকিভ শহরে রুশ বাহিনীর আগ্রাসনে চারদিনে অন্তত ১৮ জন ইউক্রেনীয় নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন নেতা। সোমবার (১৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ এক টেলিগ্রাম বার্তায় জানান, গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে শহরটিতে ২৪ শিশুসহ ৫০৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া বৃহস্পতিবার খারকিভজুড়ে ৩৪টি রকেট ও গোলা হামলা চালিয়েছে রুশ বাহিনী। তাতে একজন নিহত ও আটজন আহত হয়।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

প্রতীকী ছবি
ইউক্রেনের খারকিভ শহরে রুশ বাহিনীর আগ্রাসনে চারদিনে অন্তত ১৮ জন ইউক্রেনীয় নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন নেতা। সোমবার (১৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ এক টেলিগ্রাম বার্তায় জানান, গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে শহরটিতে ২৪ শিশুসহ ৫০৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া বৃহস্পতিবার খারকিভজুড়ে ৩৪টি রকেট ও গোলা হামলা চালিয়েছে রুশ বাহিনী। তাতে একজন নিহত ও আটজন আহত হয়।