এবার মারিউপোলে ৮৫ মিটার দীর্ঘ গণকবর শনাক্ত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ০৫:১১ পিএম
ইউক্রেনের মারিউপোলে ৮৫ মিটার দীর্ঘ গণকবর স্যাটেলাইট চিত্রে শনাক্ত করেছে মহাকাশপ্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিস। শুক্রবার (২২ এপ্রিল) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বিষয়টি উঠে আসে।
খবরে বলা হয়, রুশ সেনাদের হাতে নিহত মারিউপোলের বেসামরিক নাগরিকদের সেখানে সমাহিত করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেনীয় কর্মকর্তারা।
কয়েক সপ্তাহ ধরে অব্যর্থ প্রচেষ্টার পর বৃহস্পতিবার মারিউপোল শহরের বেশিরভাগ এলাকা দখলে নেয় রাশিয়া। এখন ডোনেৎস্ক দখলে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে রাশিয়া। এরপর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়াও পাল্টা নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপ করতে থাকে। শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ৮০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি ঘোষণা করেন।