
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ১২:২৩ এএম
আরো পড়ুন
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হবেন না সাজিথ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ০৪:৪১ পিএম
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদের দৌড়ে অনেকটা এগিয়ে থাকলেও জানা গেছে, বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা এই লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
আগামীকাল বুধবার দেশটির প্রেসিডেন্ট পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে। প্রেমাদাসা সরে যাওয়ায় এখন সম্ভাব্য প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ক্ষমতাসীন এসএলপিপির জ্যেষ্ঠ আইনপ্রণেতা এবং সাবেক সাংবাদিক ৬৩ বছর বয়সী দুল্লাস আলাহাপেরুমা। তাকে সমর্থন দিয়েছেন প্রেমাদাসা নিজেও।
মঙ্গলবার (১৯ জুলাই) প্রার্থী বাছাইয়ের জন্য পার্লামেন্ট অধিবেশন বসে। সেখানেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন প্রেমাদাসা।
এই পদের জন্য আরেক প্রার্থী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদের দৌড়ে অনেকটা এগিয়ে থাকলেও জানা গেছে, বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা এই লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
আগামীকাল বুধবার দেশটির প্রেসিডেন্ট পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে। প্রেমাদাসা সরে যাওয়ায় এখন সম্ভাব্য প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ক্ষমতাসীন এসএলপিপির জ্যেষ্ঠ আইনপ্রণেতা এবং সাবেক সাংবাদিক ৬৩ বছর বয়সী দুল্লাস আলাহাপেরুমা। তাকে সমর্থন দিয়েছেন প্রেমাদাসা নিজেও।
মঙ্গলবার (১৯ জুলাই) প্রার্থী বাছাইয়ের জন্য পার্লামেন্ট অধিবেশন বসে। সেখানেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন প্রেমাদাসা।
এই পদের জন্য আরেক প্রার্থী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।