রুশ হামলায় ৯ হাজার ইউক্রেনীয় সেনার প্রাণহানি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১০:৪০ এএম

ফাইল ছবি
টানা ৬ মাস ধরে চলতে থাকা রুশ হামলায় ৯ হাজার ইউক্রেনীয় সেনার প্রাণহানি হয়েছেন। এ তথ্য জানিয়েছে দেশটির বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেন।
গতকাল সোমবার বিষয়টি সামনে আনে ফরাসি বার্তাসংস্থা এএফপি। ইন্টারফ্যাক্স-ইউক্রেনের বরাত দিয়ে তারা জানায়, রুশ আক্রমণ শুরুর পর থেকে প্রায় ৯ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন বলে তথ্য দিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি। ইউক্রেনের শিশুদের প্রতি বিশেষ মনোযোগ দেয়া অতীব জরুরি, ‘কারণ তাদের বাবারা যুদ্ধের ময়দানে চলে গেছেন এবং তাদের অনেকে নিহত এই প্রায় ৯ হাজার নায়কদের মধ্যে রয়েছেন’।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া। এরপর থেকে পশ্চিমা বিশ্বে সমালোচিত ও নিষেধাজ্ঞার মুখে পড়ে দেশটি।