রানি এলিজাবেথের হাসি ভোলার মতো নয়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৯ পিএম

যুক্তরাজ্যের নতুন রাজা চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা
যুক্তরাজ্যের নতুন রাজা চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে রবিবার (১৮ সেপ্টেম্বর) একটি বার্তা প্রকাশ করেছেন। ওই বার্তায় তিনি বলেছেন রানির হাসি ভোলার মতো নয়। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রানি এলিজাবেথের স্মরণে ক্যামিলা বলেন, তিনি চিরকাল আমাদের জীবনের অংশ হয়ে থাকবেন। আমার বয়স এখন ৭৫ বছর। এই জায়গায় আমি রানি ছাড়া কারো কথা ভাবতে পারি না। একজন একা নারী হওয়া তার জন্য নিশ্চয়ই খুব কঠিন ছিল। তিনি নারী প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ছিলেন না। তিনি অনন্য ছিলেন তাই আমার মনে হয় তিনি তার নিজের ভূমিকাটি অঙ্কিত করতে পেরেছিলেন।
ক্যামিলা আরও বলেন, তার ছিল সুন্দর দুটি নীল চোখ। তিনি যখন হাসতেন, তার পুরো মুখমণ্ডলে যেন আলো ছড়িয়ে পড়ত। সেই হাসি ভোলার নয়।
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ ৭০ বছর রাজত্ব করার পর গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।