রানির শেষযাত্রা দেখতে রাত থেকেই তাঁবু টানিয়ে অপেক্ষা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪২ পিএম

হাতে তৈরি তাঁবু, স্লিপিং ব্যাগ, ফ্লাস্কভর্তি চা ও বাতাস ঢুকিয়ে ফোলানো বিছানা নিয়ে এসেছেন অনেকেই। ছবি: রয়টার্সের
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষযাত্রার দৃশ্য দেখতে লন্ডনের রাস্তার পাশে জড়ো হয়েছেন হাজারো মানুষ। শেষযাত্রা সরাসরি দেখতে ভালো জায়গা খুঁজে পেতে অনেকে সেখানেই রাত কাটিয়েছেন। হাতে তৈরি তাঁবু, স্লিপিং ব্যাগ, ফ্লাস্কভর্তি চা ও বাতাস ঢুকিয়ে ফোলানো বিছানা নিয়ে এসেছেন অনেকেই।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বেলা ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টায়) ওয়েস্টমিনস্টার গির্জায় রানির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান হবে। খবর: রয়টার্সের।
এর আগে ওয়েস্টমিনস্টার হল থেকে এক শোকযাত্রার মধ্য দিয়ে মরদেহবাহী কফিন গির্জায় নিয়ে যাওয়া হবে। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে আরেক শোকযাত্রার মধ্য দিয়ে কফিন নেয়া হবে উইন্ডসর ক্যাসেলে।
শোকযাত্রার সময় রানির কফিন একনজর দেখতে আগে থেকেই রাস্তার পাশের বেষ্টনীর ওপারে ভিড় করেছেন মানুষ। শোকযাত্রা অনুষ্ঠানের রাস্তার পাশে যেসব মানুষ অবস্থান নিয়েছেন, তাদের কেউ কালো পোশাক পরে ভাবগাম্ভীর্য বজায় রাখছেন।
আবার কেউ পতাকার আদলে পোশাক পরে গড সেভ দ্য কুইন গাইছেন। বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতি সেখানে দেখা গেছে। কেউ আবার হুইলচেয়ারে করেও সেখানে এসেছেন।