×

আন্তর্জাতিক

চিরনিদ্রায় শায়িত রানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৩:১২ এএম

চিরনিদ্রায় শায়িত রানি

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় রাজা তৃতীয় চার্লস। ছবি: বিবিসি

   

রানি দ্বিতীয় এলিজাবেথকে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে উইন্ডসরের সেইন্ট জর্জেস চ্যাপেলের কাছে তার স্বামী ডিউক অব এডিনবরার পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে বলে জানিয়েছে রাজপরিবার।

তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ খবর জানানো হয়। এসময় কেবল ঘনিষ্ঠ পারিবারিক সদস্যরা উপস্থিত ছিলেন। খবর বিবিসির।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে রানিকে সমাহিত করা হয়।

ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত অতিথিদের উদ্দেশে বলেন, ‘এমন ভালবাসা খুব অল্প কয়েকজন নেতাকেই পেতে দেখেছি।’

এই ওয়েস্টমিনস্টার অ্যাবিতেই ব্রিটিশ রাজা-রানিদের গত ১ হাজার বছর ধরে বিয়ে হয়, মুকুট পরেন, সমাধিস্থ করা হয়।

সেখানে উপস্থিত ২ হাজার অতিথির মধ্যে ৫০০ জনই ছিলেন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিদেশি রাজপরিবারের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তি। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত ছিলেন। বাইরেও লাখো মানুষ রানিকে শ্রদ্ধা জানাতে ভিড় করে।

রানির কফিন লন্ডন থেকে উইন্ডসরে নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে সারিবদ্ধ জনতা শ্রদ্ধা জানিয়ে ফুল ছুঁড়ছিল, শোক প্রকাশ করেছিল।

৭০ বছরেরও বেশি সময় ব্রিটিশ সিংহাসনে থাকার পর গত ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ।

মৃত্যুর পর গত ১০ দিনের কর্মপ্রক্রিয়া অনুযায়ী সোমবার অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে তাকে সমাহিত করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App