ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৩

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৭ এএম

স্থানীয় সময় বুধবার ইরাকের কুর্দিস্তান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ছবি: সংগৃহীত
ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন।
স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও সশস্ত্র ড্রোন হামলা চালালে এ ঘটনা ঘটে। ইরাকের কুর্দিস্তানের ওই অঞ্চলে ইরানি কুর্দি বিরোধী দলগুলোর ঘাঁটি ছিল বলে দাবি করেছে তেহরান।
হামলার সত্যতা নিশ্চিত করে এক বিবৃতিতে কুর্দিস্তান প্রাদেশিক সরকার জানিয়েছে, ইরানের মদদপুষ্ট হয়ে বিরোধী দলগুলোর ওপর এই ক্ষেপণাস্ত্র হামলা যেকোনো অজুহাতেই একটি ভুল অবস্থান। ইরাকের ফেডারেল সরকারও এই হামলার নিন্দা করেছে। এছাড়া, ইরাকে নিযুক্ত জাতিসংঘের মিশন বহু আগেই দেশটিকে সতর্ক করে দিয়েছে যে, ‘রকেট কূটনীতি’ বেপরোয়া কার্যক্রম। যার পরিণতি ধ্বংসাত্মক।
সূত্র: অ্যাসোসিয়েট প্রেস (এপি), ডয়চে ভেলে, আল জাজিরা