×

আন্তর্জাতিক

ইরানে বন্দুকযুদ্ধে কর্নেলসহ নিহত ২০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২২, ০৩:৪৫ পিএম

ইরানে বন্দুকযুদ্ধে কর্নেলসহ নিহত ২০

ছবি : সংগৃহীত

   

ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে শুক্রবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ডস বাহিনীর দুই কর্নেলসহ নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।

আজ শনিবার (১ অক্টোবর) ইসলামি বিপ্লবী গার্ডস এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর এনডিটিভির

গত ১৬ সেপ্টেম্বর ইরানের পুলিশি হেফাজতে মারা যান মাহশা আমিনি (২২)। এরপর থেকে মাহশার মৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে চলছে তুমুল বিক্ষোভ। এখন পর্যন্ত বিক্ষোভে ৮৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে গতকালের এই বন্দুকযুদ্ধের সঙ্গে মাহশা আমিনির প্রতিবাদের সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।

জানা যায়, ইরানি বাহিনীর এক গোয়েন্দা কর্মকর্তা কর্নেল হামিদ রেজা হাশেমি গতকালের সংঘর্ষে আহত হওয়ার পর মারা গেছেন।

এতে করে শুক্রবার জাহেদান শহরে এক পুলিশ স্টেশনের কাছে গোলগুলির ঘটনায় নিহত সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে।

এর আগে আঞ্চলিক গভর্নর হোসেইন কিয়াবানি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, এই ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২০ জন।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইসলামি বিপ্লবী গার্ডস বাহিনীর প্রাদেশিক গোয়েন্দা কর্মকর্তা কর্নেল আলি মোসাভিও গোলাগুলিতে নিহত হয়েছেন। এরপরেই আজ আরেক আহত কর্নেল মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশ আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী। এটি ইরানের একটি দারিদ্র্যপীড়িত প্রদেশ। এটি মাদক কারবারিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাতের অন্যতম অঞ্চল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App