×

আন্তর্জাতিক

ভারতে বানানো সিরাপ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ১১:৩২ এএম

ভারতে বানানো সিরাপ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

ছবি: সংগৃহীত

   

গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে, এমন ধারণা পাওয়ার পর ভারতে বানানো ৪টি কাশির সিরাপের ব্যাপারে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মেইডেন ফার্মাসিউটিক্যালের ওই সিরাপগুলোর বিক্রি বন্ধ রাখতে নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে পরামর্শও দিয়েছে তারা। কিডনি জটিলতায় পশ্চিম আফ্রিকার দেশটিতে কয়েক ডজন শিশুর মৃত্যু নিয়ে তদন্ত শেষে ডব্লিউএইচও এই সতর্কতা জারি করেছে বলে জানিয়েছে বিবিসি।

বৈশ্বিক এ স্বাস্থ্য সংস্থাটি এখন সিরাপগুলোর নির্মাতা প্রতিষ্ঠান মেইডেন ফার্মাসিউটিক্যাল ও ভারতীয় কর্তৃপক্ষকে নিয়ে এ ব্যাপারে ‘আরো তদন্তের’ ঘোষণা দিয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এখনো ডব্লিউএইচওর ওয়েবসাইটে প্রকাশিত সতর্কবার্তা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। খবর বিবিসি, রয়টার্স ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এদিকে নাম না প্রকাশ করার শর্তে একাধিক ভারতীয় সূত্র জানিয়েছে, ঘটনা সম্বন্ধে অবগত হয়ে ২৯ সেপ্টেম্বরই এ নিয়ে তদন্তে নেমেছে ভারতীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। তারা ডব্লিউএইচওর কাছে তাদের এ সংক্রান্ত প্রতিবেদনও চেয়েছে।

মেইডেন ফার্মাসিউটিক্যালের চারটি সিরাপের সঙ্গে আফ্রিকার দেশটির শিশুমৃত্যুর যোগসাজশ থাকতে পারে- ওষুধগুলোর নমুনা পরীক্ষা করে দেখার পর ডব্লিউএইচও এমন ধারণা পেয়েছে বলে গত বুধবার জানান বৈশ্বিক সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস। তারা যে চারটি সিরাপ নিয়ে সতর্কতা জারি করেছে, সেগুলো হলো- প্রোমেথাজাইন ওরাল সল্যুশন, কোফেক্সমালিন বেবি কফ সিরাপ, ম্যাকফ বেবি কফ সিরাপ ও ম্যাগ্রিপ এন কোল্ড সিরাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সিরাপগুলোতে অননুমোদিত মাত্রার ডাইইথিলিন গ্লাইসল ও ইথিলিন গ্লাইসল পাওয়া গেছে বলে ল্যাবরেটরিতে পরীক্ষায় উঠে এসেছে। অতিরিক্ত মাত্রার ডাইইথিলিন গইসল ও ইথিলিন গইসল মানুষের জন্য ক্ষতিকারক এবং শরীরে নেয়ার পর তা মৃত্যু ডেকে আনতে পারে। এসব সিরাপ এখন পর্যন্ত গাম্বিয়াতে মিললেও তা কালোবাজারিদের মাধ্যমে অন্য দেশেও চলে যেতে পারে বলে আশঙ্কা ডব্লিউএইচওর।

‘সংশ্লিষ্ট দেশগুলোর নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পর্যালোচনা ছাড়া এসব ওষুধের সব ব্যাচকেই অনিরাপদ বলে গণ্য করতে হবে,’ বলেছে তারা। তবে ভারতীয় সূত্রগুলো বলছে, হরিয়ানাভিত্তিক ওষুধ নির্মাতা কোম্পানি মেইডেন ‘এখন পর্যন্ত কেবল গাম্বিয়াতেই’ ওই সিরাপগুলো রপ্তানি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App