
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৪:২০ এএম
আরো পড়ুন
খেরসন-মেলিটোপোলে দফায় দফায় হামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০৪:৪৭ পিএম

ছবি: সংগৃহীত
সদ্য রুশ দখলকৃত ইউক্রেনের খেরসন ও মেলিতোপোলে বুধবার (১২ অক্টোবর) দফায় দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেশ কয়েকটি হামলা প্রতিহত করলেও বুধবার বিভিন্ন স্থানে অন্তত পাঁচটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খবর আল অ্যারাবিয়ার।
খেরসন অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র খেরসন এলাকাটি সর্বপ্রথম রুশ বাহিনী দখল করে।
এছাড়া, রুশ অধিকৃত মেলিতোপোল শহরের পলাতক মেয়র ইভান ফেডোরভ এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, বুধবার সকালে শহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পেয়েছেন তিনি। তবে হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে অবহিত করেন তিনি।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছবি: সংগৃহীত
সদ্য রুশ দখলকৃত ইউক্রেনের খেরসন ও মেলিতোপোলে বুধবার (১২ অক্টোবর) দফায় দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেশ কয়েকটি হামলা প্রতিহত করলেও বুধবার বিভিন্ন স্থানে অন্তত পাঁচটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খবর আল অ্যারাবিয়ার।
খেরসন অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র খেরসন এলাকাটি সর্বপ্রথম রুশ বাহিনী দখল করে।
এছাড়া, রুশ অধিকৃত মেলিতোপোল শহরের পলাতক মেয়র ইভান ফেডোরভ এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, বুধবার সকালে শহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পেয়েছেন তিনি। তবে হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে অবহিত করেন তিনি।