জাতিসংঘকে ৫ লাখ ডলার দেবে ভারত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ১১:৩৩ পিএম

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত
সন্ত্রাস দমনের সক্ষমতা বৃদ্ধি করতে জাতিসংঘের সদস্য দেশগুলোর সংঘের ট্রাস্ট ফান্ডে পাঁচ লাখ ডলার দেবে ভারত।
শনিবার (২৯ অক্টোবর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুই দিনব্যাপী সন্ত্রাসবিরোধী বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ কথা জানান। খবর হিন্দুস্তান টাইমসের।
শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে ভারতের কাউন্টার-টেররিজম কমিটির (সিটিসি) সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
জয়শঙ্কর বলেন, মানবতার জন্য গুরুতর হুমকি মোকাবিলায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সর্বোচ্চ চেষ্টা থাকার পরও সন্ত্রাসবাদের বৈশ্বিক হুমকি বাড়ছেই। বিশেষ করে এশিয়া ও আফ্রিকায় এটি বিস্তৃত হচ্ছে।
তিনি বলেন, মূলত এই হুমকি মোকাবিলায় সন্ত্রাসবিরোধী নিষেধাজ্ঞার ব্যবস্থা ঘিরে গত দুই দশকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছে। এটি দেশগুলো দেখভালে রাখার ক্ষেত্রে খুবই কার্যকর হয়েছে। এরপরও এই সন্ত্রাসবাদ প্রসারিত হচ্ছে। এরই মধ্যে ১ হাজার ২৬৭টি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতের এই সহায়তা সন্ত্রাসবাদ দমনে ভূমিকা রাখবে বলেও আশা করেন জয়শঙ্কর।