সিরিয়ায় কুর্দিদের ওপর তুর্কি হামলা, নিহত ৩১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ১০:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার উত্তরে কুর্দি জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। এতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। তবে হামলার বিষয়ে তুরস্ক দাবি করেছে, ওই অঞ্চলে কুর্দি সশস্ত্র যোদ্ধারা সক্রিয় ছিল।
রবিবার (২০ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক একটি পর্যবেক্ষক সংগঠন এ তথ্য নিশ্চিত করেছে। লন্ডনভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে গণমাধ্যমে হতাহতের খবর প্রকাশ করা হয়।
গণমাধ্যমে খবরে বলা হয়, সিরিয়ার রাকা, হাসাকেহ ও আলেপ্প প্রদেশে ২৫টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে তুর্কি বাহিনী। ওই জায়গাগুলোর কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের অবস্থান লক্ষ্য করে এসব হামলা হয়েছে।
এর আগে তুরস্কের ইস্তাম্বুলে বিস্ফোরণের ঘটনায় ছয়জন নিহত হয়। তুরস্কের দাবি, ওই ঘটনায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে যুক্ত সিরিয়ার কুর্দিরা জড়িত। এর পরই কুর্দি লক্ষ্যবস্তুতে হামলা চালালো তুরস্ক।