ইরাকে বোমা-গুলিবর্ষণে ৯ পুলিশ নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ০১:৩৮ পিএম

ছবি: সংগৃহীত
ইরাকের উত্তরাঞ্চলে বোমা ও গুলিবর্ষণে অন্তত ৯ পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
রবিবার (১৮ ডিসেম্বর) রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯০ কিলোমিটার উত্তরে তেল সমৃদ্ধ শহর কিরকুকের কাছে এই জঙ্গি হামলা হয়। বাগদাদ থেকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
ওই এলাকার চালাল আর-মাতার গ্রামের কাছে পুলিশ সদস্যদের বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ করা হয়। এসময় বন্দুক হামলার ঘটনাও ঘটে। বিস্ফোরণের পর আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ হামলায় আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন তারা।
প্রসঙ্গত, ১৪ ডিসেম্বর বাগদাদের কাছে রাস্তার পাশে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে তিন ইরাকি সেনা নিহত হয়। এরই মধ্যে ওই হামলার দায়ও স্বীকার করেছে আইএস।