বিশ্বাসঘাতকদের খুঁজে বের করতে পুতিনের নির্দেশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০১:১৬ পিএম

ছবি: সংগৃহীত
সীমান্তে নিরাপত্তা জোরদার এবং বিশ্বাসঘাতক, গুপ্তচর ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি সোমবার (১৯ ডিসেম্বর) দেশটির নিরপত্তা সেবা দিবস উপলক্ষ্যে নিরাপত্তা বাহিনীর দেওয়া এক ভাষণে এ নির্দেশ দেন। খবর আলজাজিরার।
পুতিন বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিদেশি গুপ্তচর এবং রাশিয়ার সেনাবাহিনীতে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকদের শনাক্ত করতে হবে। কারণ, তাদের অপতৎপরতার জন্য রাশিয়ার নিরাপত্তা আজ হুমকিতে।
গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যদের সর্বোচ্চ মনোযোগের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশি গোয়েন্দাদের অপতৎপরতা থামানো, অবিলম্বে বিশ্বাসঘাতক, গুপ্তচর ও নাশকতাকারীদের চিহ্নিত করতে হবে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে হবে। নাশকতা মোকাবিলায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে।