×

আন্তর্জাতিক

বিক্ষোভকারী পরিবারের সাক্ষাৎকার নেয়া ইরানি সাংবাদিক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৪:০৩ পিএম

বিক্ষোভকারী পরিবারের সাক্ষাৎকার নেয়া ইরানি সাংবাদিক গ্রেপ্তার

ইরানি সাংবাদিক মেহেদি বেইক। ছবি: সংগৃহীত

   

ইরানে মেহেদি বেইক নামের একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দেশটির সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিবারের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে বেশ পরিচিতি পান। বেইকের স্ত্রী ও ইরানি সংবাদমাধ্যম এসব তথ্য জানিয়েছে।

সাংবাদিক বেইক সংস্কারপন্থি পত্রিকা ইতেমাদের রাজনীতি বিভাগের প্রধান। ইরানি এই সাংবাদিককে গ্রেপ্তারের কারণ জানা না গেলেও তাকে সরকারবিরোধী বিক্ষোভ দমনের মাঝেই গ্রেপ্তার করা হলো। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত রেডিও ফারদার তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে বেইকসহ তিন সাংবাদিককে আটক করা হয়েছে। এ ছাড়া বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত ৭৩ জন সাংবাদিক ও ফটোসাংবাদিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে ফারাজ নিউজ সাইট।

গত বছরের ১৩ সেপ্টেম্বর ঠিকমতো হিজাব না পরায় কুর্দি নারী মাসা আমিনিকে গ্রেপ্তার করে তেহরানের পুলিশ। পরে তিন দিন কোমায় থাকার পর ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মারা যান ২২ বছর বয়সী আমিনি। তার মৃত্যুর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে এ বিক্ষোভকে বিদেশি সমর্থিত ‘দাঙ্গা’ বলছে ইরানি সরকার।

ইরানের মানবাধিকার সংগঠন হিউমান রাইটস অ্যাক্টিভিস্টসের তথ্য অনুযায়ী, এ বিক্ষোভে ৫১৬ জন বিক্ষোভকারী নিহত এবং ১৯ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হতাহতদের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি ইরানি কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার এক টুইটবার্তায় বেইকের স্ত্রী জাহরা জানান, তার স্বামীকে তথ্য মন্ত্রণালয়ের এজেন্টরা আটক করেছে। একই সঙ্গে তার মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়েছে।

এদিকে বেইকের গ্রেপ্তারের পর তার সহকর্মী ও অন্য সাংবাদিকরা দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন। এ ছাড়া বেইককে সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App