×

আন্তর্জাতিক

কলকাতায় নোটের ‘পাহাড়’ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০১:৫৫ পিএম

কলকাতায় নোটের ‘পাহাড়’ উদ্ধার

ছবি: সংগৃহীত

   

কলকাতায় আবারও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ৫০০ এবং ১০০ টাকার নোটের কয়েকশো বান্ডিলসহ তিনজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। দুইটি ব্যাগে মোট ৪৩ লক্ষ ৫০০ টাকা পাওয়া গিয়েছে। ওই টাকা কোথায় পাচার হচ্ছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার স্ট্র্যান্ড রোডে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়। উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে থাকা তিন ব্যক্তিকে আটক করেই এই টাকা উদ্ধার করে লালবাজারের গুন্ডা দমন শাখার পুলিশ। খবর হিন্দুস্তান টাইমসের।

আটককৃতরা হলো, বিমল ওঝা, বিমল কুমার দিবানি, আমন তিওয়ারি।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে লালবাজারের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে খবর পেয়ে স্ট্যান্ড রোড এলাকায় তিনজনকে আটক করে। তাদের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। ব্যাগ খুললে দেখা যায়, ব্যাগের মধ্যে সাজানো থরে থরে সাজানো টাকার বান্ডিল। সেই বান্ডিলের বেশিরভাগই ৫০০ ও ১০০ টাকার নোটের। টাকার ব্যাগসহ তিনজনকে থানায় নিয়ে যাওয়া হয়। মোট ৪৩ লক্ষ ৫০০ টাকা উদ্ধার হয়। কিন্তু এত টাকা কোথা থেকে এলো, তাদের কাছে কোথায় নিয়ে যাচ্ছিল তা এখনও জানা যায়নি। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে কোনও সদুত্তর না পেয়ে গ্রেপ্তার করে। এ ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গতবছর একাধিকবার বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা। অর্পিতার ফ্ল্যাট, উল্টোডাঙার ব্যবসায়ী, মালদার মৎস্য ব্যবসায়ী ও কাউন্সিলর’র কাণ্ডে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিলো। এবছরের শুরুতেও টাকা উদ্ধারের ধারাবাহিকতা বজায় থাকল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App