মৃতের সংখ্যা আরো বাড়তে পারে: ডব্লিউএইচও

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৩ এএম

ছবি: সংগৃহীত
তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি জানানো হয়। বর্তমানে মৃতের সংখ্যা ২৭শ’ ছুঁই ছুঁই করছেন। ভূমিকম্পের কারণে শুধু তুরস্কে মৃত্যু সাড়ে ১৬শ’ ছাড়িয়েছে। এ কারণে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেই সঙ্গে এক সপ্তাহের শোকও ঘোষণা করা হয়েছে।
শক্তিশালী এই ভূ-কম্পনের ফলে তুরস্ক ও সিরিয়া বিধ্বস্ত হয়েছে সহস্রাধিক ঘরবাড়ি। জানানো হয়েছে আন্তর্জাতিক সহায়তার আহ্বান। এরই মধ্যে সিরিয়ায় মৃত্যু ৯শ’ ছাড়িয়েছে। বন্ধ ঘোষিত হয়েছে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ শহর ও প্রদেশের সব স্কুল-কলেজ। দেশটিতে ৮৪ বছরের মধ্যে এত শক্তিশালী ভূমিকম্প আর দেখা যায়নি।
প্রসঙ্গত, এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৩৯ সালের ২৬-২৭ ডিসেম্বর তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ এরজিনক্যানে এক শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছিল।
সূত্র: বিবিসি।