বাখমুতের গ্রাম দখলের দাবি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১০ পিএম

ছবি: সংগৃহীত
ইউক্রেনের বাখমুত অঞ্চলের পাশে অবস্থিত বারখিভকা গ্রাম রুশ সেনারা দখলে নিয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন।
বিশ্ব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের মধ্যে দোনেৎস্কের বাখমুত অঞ্চলকে কেন্দ্র করেই মূল লড়াই হচ্ছে। খবর আল আরাবিয়্যা নিউজের।
বারখিভকা গ্রাম দখলের ব্যাপারে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে প্রিগোজিন দাবি করেছেন, ‘বারখিভকা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে।’ তবে তার এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রথম হামলা চালায় রাশিয়া। যুদ্ধের শুরুতে কিয়েভ দখল করতে চেয়েছিলেন রুশ সেনারা। কিন্তু ইউক্রেনীয়দের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা।