অ্যালেস বিয়ালিয়াৎস্কিকে ১০ বছর কারাদণ্ড

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১২:০০ এএম

অ্যালেস বিয়ালিয়াৎস্কি। ছবি: বিবিসি
সরকার বিরোধী আন্দোলনে অর্থায়ন ও অর্থপাচারের দায়ে বেলারুশের মানবাধিকারকর্মী ও নোবেলজয়ী অ্যালেস বিয়ালিয়াৎস্কিকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। এছাড়া, তার প্রতিষ্ঠিত ভিয়াসনা মানবাধিকারকেন্দ্রের তিন শীর্ষ কর্মকর্তাকে একই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
গত বছর রাশিয়ার মানবাধিকার সংগঠন মেমোরিয়াল ও ইউক্রেনের মানবাধিকার সংগঠন সেন্টার ফর সিভিল লিবার্টিজের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন বিয়ালিয়াৎস্কি। খবর আলজাজিরার।
আইনজীবীরা তার ১২ বছরের কারাদণ্ডের জন্য আবেদন করেছিলেন। তবে মিনস্ক আদালত তাকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন বিয়ালিয়াৎস্কি।
২০২০ সালে বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে আলেকজান্ডার লুকাশেঙ্কোকে বিজয়ী ঘোষণা করা হলে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা ২০২১ সাল পর্যন্ত অব্যাহত ছিল। সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়া শত শত বেলারুশীয়দের মধ্যে বিয়ালিয়াৎস্কি অন্যতম। বিক্ষোভের ঘটনায় সরকারের দমন-পীড়নের সময় কারাবন্দি হয়েছিলেন তিনি।