পম্পেই নগরীর পাহারায় ভেড়ার পাল!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১১:৩৮ পিএম

ছবি: সংগৃহীত
রোমান সাম্রাজ্যের শহর পম্পেই ধ্বংস নিয়ে পক্ষে-বিপক্ষে নানা যুক্তি ও আলোচনা হয়ে থাকে। সেই পম্পেই নগরীর প্রাচীন ধ্বংসাবশেষ সংরক্ষণে প্রত্নত্ত্ববিদদের সহযোগিতা করছে ভেড়ার পাল। এ পালে রয়েছে ১৫০ ভেড়া। সেগুলো নিয়ম করে এই প্রাচীন শহরের উত্তরাংশে চরানো হচ্ছে।
৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস পর্বত থেকে হওয়া অগ্ন্যুৎপাতের কবলে পড়ে হারিয়ে যায় পম্পেই নগরী। কয়েক মিটার পাথর ও ছাইয়ের নিচে চাপা পড়েছিল গোটা শহরটি। পড়ে পুরোটা সম্ভব না হলেও, শহরের দুই-তৃতীয়াংশ(১৬৩ একর) মাটি খুড়ে বের করে প্রত্নতত্ত্ববিদরা। খবর সিএনএন, রয়টার্সের।
উদ্ধারকৃত অংশে রয়েছে প্রাচীন দেয়াল, দোকানসহ আরো অনেক। এসবের সংরক্ষণের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হয় প্রত্নতত্ত্ববিদদের। অনেক সময় দাঁড়াতে হয় প্রকৃতির বিরুদ্ধেও।