তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে পাঁচজনের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০৩:৫৮ পিএম

ছবি: সংগৃহীত
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টাকালে আফ্রিকার অভিবাসন প্রত্যাশীদের বহনকারী চারটি নৌকাডুবির ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে ও ৩৩ জন নিখোঁজ রয়েছেন।
পর পর বৃহস্পতিবার ও শুক্রবার তিউনিসিয়ার উপকূলে এসব নৌকাডুবির ঘটনা ঘটে ও কোস্ট গার্ড ৮৪ জনকে উদ্ধার করে বলে দেশটির বিচার বিভাগীয় এক কর্মকর্তা জানিয়েছেন। খবর লিবিয়া আপডেট নিউজের।
বিচারক ফৌজি মাসউদ বলেন, তিউনিসিয়ার সাফাক্স উপকূলে এসব নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাযোগে সম্প্রতি এ ধরনের পাড়ি দেয়ার চেষ্টা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও জানিয়েছেন তিনি।
তুরস্কের ইজমির বন্দর থেকে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ২৬ ফেব্রুয়ারি ইতালির উপকূলীয় শহর ক্রোতোনের কাছে ভেঙে গিয়ে বহু মানুষের মৃত্যু হয়েছিল।
এর আগে ১৪ ফেব্রুয়ারি লিবিয়ার কসর আল আখিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী আরেকটি নৌকা ডুবে ১৮ জনের মৃত্যু, ৫৫ জন নিখোঁজ হয়েছিল। এ ঘটনার মাত্র সাতজন কোনোরকমে রক্ষা পায়।