প্রিজন ভ্যানে প্রধান কনস্টেবলের আত্মহত্যা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ১০:৫০ পিএম

প্রতীকী ছবি
টহলদারি ভ্যান নিয়ে দায়িত্ব পালনকালে নিজের পিস্তলের গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন দিল্লি পুলিশের এক প্রধান কনস্টেবল।
শনিবার (৮ এপ্রিল) দিল্লি পুলিশের কাছে এমনই দাবি করেছেন ওই ভ্যানের চালক। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।
পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার সকালে দিল্লির সিভিল লাইন থানা এলাকায় একটি টহলদারি ভ্যানে ‘আত্মঘাতী’ হন কর্তব্যরত হেড কনস্টেবল ইমরান মোহাম্মদ। ঘটনার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ভ্যানের বাইরে বেরিয়েছিলেন চালক অতুল ভাট্টি। ফিরে এসে ইমরানকে রক্তাক্ত অবস্থায় দেখেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিভিল লাইন থানার পুলিশ।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) সাগর সিংহ কলসি বলেন, শনিবার ভারতীয় সময় সকাল ছয়টা ২৫ মিনিটের দিকে ফোনে আমরা খবর পাই, টহলদারি ভ্যানের ভেতর গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন প্রধান কনস্টেবল ইমরান মোহাম্মদ। ওই ভ্যানের দায়িত্বে তিনিই ছিলেন। সঙ্গে সঙ্গে বরা হিন্দু রাও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
কী কারণে ইমরান ‘আত্মঘাতী’ হলেন, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।