ইমরান গ্রেপ্তার ইস্যুতে যা বললো যুক্তরাষ্ট্র

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৩, ০৪:৫১ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকে দেশটিতে শুরু হয় বিক্ষোভ। ছবি: বিবিসি
গতকাল মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের নেতা ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর থেকেই দেশটির রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইমরান খানের সমর্থকরা তার মুক্তির দাবিতে দেশটিতে বিক্ষোভ করছেন। এমনই সময়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সরকার পাকিস্তানের শাহবাজ শরিফের সরকারকে গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আইনের শাসন মেনে চলার ওপর জোর দিয়ে ইমরান খানের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে তারা। খবর জিও নিউজের।
ইমরান খানকে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করে আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা। এদিন তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক মামলায় জামিন চাইতে আদালতে গেছিলেন পিটিআই চেয়ারম্যান। সন্ত্রাস থেকে মানি লন্ডারিংয়ের মতো বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়েছে।