৭৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তারকারা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৩, ০৭:২১ পিএম

মার্কিন অভিনেতা মাইকেল ডগলাসের হাতে সম্মানজনক স্বর্ণ পাম তুলে দেওয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে। ছবি: সংগৃহীত

ফরাসি সিনেমা জন দ্যু ব্যারি দিয়ে শুরু হয়েছে এবারের কান উৎসব। জনি ডেপ অভিনীত ছবিটি প্রদর্শনীর পর স্ট্যান্ডিং ওভেশনই পেয়েছে সাত মিনিট। উৎসবের ফটোকলে ছবির জন্য পোজ দিচ্ছেন অভিনেতা । ছবি: সংগৃহীত

টিকটিকি গলায় কান উৎসবে ঊর্বশী। ছবি: সংগৃহীত

রাজকীয় লুকে সারা আলী খান। ছবি: সংগৃহীত

প্রথম দিনেই দেখা গেল এষা গুপ্তকে। ছবি: সংগৃহীত

লালগালিচায় হাস্যোজ্জ্বল অভিনেত্রী এল ফ্যানিং

প্রথমবারের মতো লালগালিচায় মানুষি ছিল্লার। ছবি: সংগৃহীত


ছবি: সংগৃহীত
শুরু হয়েছে মঙ্গলবার (১৬ মে) ৭৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তারকাদের ছবিতে দেখে নেওয়া যাক একঝলকে।
[caption id="attachment_431784" align="alignnone" width="1075"]





