পাকিস্তান-ইরান সীমান্তে ৬ ইরানি সীমান্তরক্ষী নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২৩, ০৭:৫৮ পিএম

ফাইল ছবি
ইরানের অশান্ত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের সময় রবিবার (২১ মে) ছয়জন ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম সূত্র বিষয়টি জানিয়েছে।
স্থানীয় প্রসিকিউটর মেহেদি শামসাবাদি বলেন, পাকিস্তানের সঙ্গে ইরানের সীমান্তের কাছে সারাভানে রক্ষীদের হত্যা করা হয়েছে। অপরদিকে, এই হামলা ‘একটি সন্ত্রাসী গোষ্ঠী চালিয়েছে, যারা দেশে অনুপ্রবেশ করতে চাইছিলো’ বলে জানিয়েছে এএফপি। ‘সংঘর্ষের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যায় তারা।’ সাম্প্রতিক মাসগুলোতে এটি এই প্রদেশের সবচেয়ে গুরুতর হামলার একটি।
দারিদ্র্যপীড়িত আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান মাদক চোরাচালানকারী চক্রের পাশাপাশি বেলুচি সংখ্যালঘু ও সুন্নি মুসলিম গোষ্ঠীর বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের জন্য একটি ফ্ল্যাশপয়েন্ট। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, গত ১১ মার্চ একই অঞ্চলে ‘অপরাধীদের’ সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছিলো।